মেলান্দহ হানাদার মুক্ত দিবস পালিত



মেলান্দহ প্রতিনিধিঃ 


জামালপুরের মেলান্দহ হানাদার মুক্ত দিবস ২০২২ উদযাপন  উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ৮ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মির্জা আজম আধুনিক অডিটোরিয়াম হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্বাধীন দেশের মেলান্দহের প্রথম পতাকা উত্তোলনকারী বীরমুক্তিযোদ্ধা  আঃ করিম।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন, সাবেক জামালপুর জেলা কমান্ডার সৈয়দ হারুন অর রশীদ, বীরমুক্তিযোদ্ধা সুজায়াত আলী সুজা, ১০ নং ঝাউগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম হেনা, ৪নং নাংলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা , ৭ নং চরবানিপাকুরিয়া ইউনিয়ন কমান্ডার  বীরমুক্তিযোদ্ধা ইসাহাক আলী। 

আলোচনা সভার পূর্বে এক বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করে উপজেলা প্রশাসন। র‌্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধাগন, রাজনীতিবিদ, পুলিশ প্রশাসন, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। র‌্যালিটি মির্জা আজম আধুনিক অডিটোরিয়াম থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক পদক্ষিন করে।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment