ইমরান মাহমুদঃ
"ভূমিদস্যু হটাও ভূমিহীন বাঁচাও, খাস'জমির অধিকার ভূমিহীন ছোট জনতার, দূর্নীতি ঠেকাও দেশ বাঁচাও" এই স্লোগান নিয়ে বাংলা'দেশ ভূমি'হীন আন্দোলন জামাল'পুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনু'ষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে মাদার'গঞ্জ উপজেলার জোড়'খালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ভূমি'হীন আন্দোলন জামাল'পুর জেলা সভাপতি শহিদুল ইসলামে'র সভাপতি'ত্বে ইউসুফ আলীর সঞ্চাল'নায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ভূমি'হীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ইক'বাল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ভূমি'হীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাছির উদ্দিন, কার্যকরী সদস্য অধ্যক্ষ লায়ন ছামিউল আলম রাসু, আব্দুল্লাহ আল-হোসাইন, মেলান্দহ উপ'জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশ'নে আগামী তিন বছরের জন্য আনিছুর রহমান লিটন'কে সভাপতি মোঃ সোহেল রানা'কে সাধারণ সম্পা'দক ঘোষণা করা হয়।
0 $type={blogger}:
Post a Comment