দেওয়ানগঞ্জে জাতীয় পর্যায়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত



মোঃ শরিফ মিয়াঃ

২৪'তম জাতীয়  ও ৩১'তম আন্তর্জাতিক  প্রতি'বন্ধী  দিবস উপলক্ষে  আজ জামালপু'রের  দেওয়ান'গঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ বিশেষ  শিক্ষা  বিদ্যালয়ের (প্রতি'বন্ধী)  উদ্যোগে  প্রতি'বন্ধী  শিক্ষার্থীদের নিয়ে সমাবেশ, র‍্যালি, আলোচনা সভা, জাতীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থী'দের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক  অনুষ্ঠানের আয়ো'জন করা হয়। 


বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলা'মের সভাপতিত্বে এবং নুরুজ্জা'মানের সঞ্চাল'নায় প্রধান অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ পৌর আওয়ামী'লীগের  সভাপতি এবং জেলা পরিষদ সদস্য মোঃ হারুন-উর-রশিদ  এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওয়ান'গঞ্জ  মডেল থানার অফিসার ইন'চার্জ (ওসি ) শ্যামল চন্দ্র ধর।  প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরি'কল্পনা কর্ম'কর্তা ডাঃ আহসান হাবিব।

বিশেষ অতি'থির বক্তব্য রাখেন ৫ নং ওয়ার্ডের কাউন্সি'লর  মহসিন আলী  বিপ্লব, কাউ'ন্সিলর  আমিনুল ইসলাম, সমা'জসেবা বিভাগের অফিসার মোঃ  রুহুল আমিন, বিদ্যালয়ের শিক্ষক মায়া বেগম, আব্দুল্লাহ প্রমুখ । 

আ'মন্ত্রিত  অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি, নয়াদিগন্তের  সাংবাদিক খাদেমুল ইসলাম । আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ এবং কৃতি শিক্ষার্থী'দের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয় ।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment