মতিন রহমানঃ
জামালপুর-১ ( বকশীগঞ্জ - দেওয়ানগঞ্জ) আস'নের এমপি আবুল কালাম আজাদ'কে হত্যা'র হুমকি দিয়েছেন দেওয়ানগঞ্জের বাহাদুরা'বাদ ইউনিয়ন আওয়ামী'লীগের সভাপতি একই ইউনিয়নের চেয়ারম্যান শাকিরু'জ্জান রাখাল। এই ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় জি'ডি করেছেন এমপি আবুল কালাম আজাদের ব্যক্তিগত সহ'কারী বিকাশ কবির ইমরান।
জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলা'র বাহাদুরা'বাদ ইউনিয়নের চেয়ারম্যান শাকিরু'জ্জামান রাখাল ১১ কোটি টাকা ব্যয়ে একটি রাস্তার কাজ পান। নিম্নমা'নের কাজ করায় এলাকার লোকজন বিষয়'টি স্থানীয় এমপি আবুল কালাম আজাদকে অবহিত করেন। এমপি আবুল কা'লাম আজাদ বিষয়টি গুরুত্বসহ'কারে দেখার জন্য সংশ্লিষ্ট কর্মক'র্তাকে নির্দেশনা দেন। এমপির নির্দেশ মোতাবেক জামালপুরের নির্বাহী প্রকৌ'শলী সায়েদু'জ্জামান সায়েদ সরেজমিনে পরিদর্শন করে রাস্তার কাজ বন্ধ করে দেন।
এ কারণে বাহাদুরা'বাদ ইউনিয়নের চেয়ার'ম্যান বাহাদু'রাবাদ ইউনিয়ন আওয়ামী'লীগের সভাপতি শাকিরুজ্জা'মান রাখাল ক্ষুব্দ হয়ে জামালপুর-১ আসনের এমপি সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদকে নিয়ে অ'শালিন মন্তব্য করেন। এমপি'কে হত্যার হুমকি দেন। এর একটি অডিও রেকর্ড ফাসঁ হয়।
ওই ঘটনার প্রেক্ষিতে দেওয়ানগ'ঞ্জ থানায় জিডি করেন এমপি আবুল কালাম আজা'দের ব্যক্তিগত সহকারী বিকাশ কবির ইমরান। দেওয়ান'গঞ্জ থানার জিডি নং ১১০/২২।
এ ব্যাপারে দেওয়ান'গঞ্জ থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র ধর জানান, জিডি হয়েছে। আদাল'তের অনুমতি সাপেক্ষে আইন'গত ব্যবস্থা নেওয়া হবে।
0 $type={blogger}:
Post a Comment