জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদরের তিতপল্লা ইউনিয়নের শিমুলতলী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জুলহাস উদ্দিনকে হত্যা'র সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শিমুলতলী মোড়ে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
রোববার দুপুরে তিতপল্লা ইউনিয়নের শিমুলতলীতে ভুক্তভোগী পরিবারের লোকজন ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি মেম্বার সোরহাব আলী, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, নিহতের স্ত্রী রোজিনা আক্তার, শামসুল আলমসহ আরো অনেকে। এ সময় বক্তারা দ্রুত হত্যা'র সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানান।
উল্লেখ্য, গতকাল ১২ সেপ্টেম্বর সকালে নিজ বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জেরে মোতালেব গংরা অতর্কিত হামলা চালায়। এসময় তাদের টেটার আঘাতে জুলহাস গুরত্বর আহত হলে হাসপাতালে নেওয়ার পর মারা যায়। সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকির হোসেন সুমন জামালপুর দর্পণকে জানান এ ঘটনায় পুলিশ মোতালেব.মনজু মিয়া ও মুক্তার কে আটক করেছে। বাকীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে ।
জুয়েল রানা
জামালপুর।
১৩.১১.২২
0 $type={blogger}:
Post a Comment