শরিফ মিয়া, জামালপুরঃ
জামালপুরে'র দেওয়ান'গঞ্জ মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধি'জীবী দিবস উদ'যাপন উপ'লক্ষে প্রস্তুতি'মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প'তিবার (২৪ নভেম্বর) সকালে উপ'জেলা পরিষদ সভা'কক্ষে উপজেলা নির্বাহী কর্ম'কর্তা কামরু'ন্নাহার শেফার সভাপতি'ত্বে সভাটি অনু'ষ্ঠিত হয়।
এ সময় উপ'স্থিত ছিলেন উপ'জেলা পরিষদের চেয়ার'ম্যান সোলায়মান হোসেন, মডেল থানার অফি'সার ইনচার্জ শ্যামল চন্দ্রধর, জেলা পরিষ'দের সদস্য হারুনুর অব রশিদ, বীর মুক্তিযোদ্ধা মাহবুব রশিদ খোরুম, উপজেলা আওয়ামী'লীগের নেতা শাজাহান আকন্দ, এমপির প্রতি'নিধি বিকাশ করিম ইমরান, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী'লীগের নেতৃবৃন্দ , উপ'জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদি'কসহ আরো অনেকেই।
এ সময় মহান বিজয় দিবস উপ'লক্ষে সবার সঙ্গে মত'বিনিময়ে বিভিন্ন কথা তুলে ধরেন তারা। কি'ভাবে বিগত দিনের মত সুন্দর করে দিব'সটি পালন করা হবে এ বিষয়ে বিস্তারিত আলো'চনা করা হয়।
0 $type={blogger}:
Post a Comment