স্লিপের বরাদ্দ থেকে তিন বছরেও নির্মাণ হয়নি শহীদ মিনার



মোঃ শরীফ মিয়া, দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ


জামালপুরে'র দেওয়ান'গঞ্জ উপজেলা'র নতুন হলকা'চর সরকারি প্রাথমিক বিদ্যাল'য়ে ২০১৯-২০২০ইং অর্থ বছরের স্লিপের বরাদ্ধ থেকে বিদ্যাল'য়ে একটি শহীদ মিনার নির্মাণ করা কথা থাকলেও আজও নির্মাণ করা হয়'নি। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দায়িত্ব অবহেলা'সহ উক্ত বরাদ্দের টাকা আত্ম'সাতের অভি'যোগ উঠেছে।


সরেজমিনে  ২০১৯-২০২০ ইং অর্থ বছরে'র বরাদ্দ উক্ত কাজের খোঁজ খবর নিতে বিদ্যাল'য়ে গেলে বিদ্যালয় প্রা'ঙ্গনে কোন শহীদ মিনা'রের অ'স্তিত্ব পাওয়া যায়নি। যমুনার জেগে উঠা টিনের চর নামক দ্বীপচ'রটিতে অবস্থিত নতুন হলকাচর সরকারি প্রাথমিক বিদ্যাল'য়ে বর্তমানে ১৭৭জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়টি'তে সরেজমিনে অবস্থান সময় প্রধান শিক্ষক সাইফুল ইসলাম'কে বিদ্যাল'য়ে পাওয়া যায়নি। তিনি মাসিক সমন্বয় মিটিং এ উপজেলা গেছেন বলে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামীমা আক্তার ও শামীমা বেগম জানান। এসময় বিদ্যালয়ে'র উপ'স্থিত শিক্ষার্থীদের সাথে কথা হলে সবাই তাদের প্রিয় প্রতিষ্ঠা'নটির মাঠে স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানানোর জন্য একটি শহীদ মিনার নির্মাণের দাবী জা'নান।


এ ব্যাপারে প্রধান শিক্ষক সাইফুল ইসলামে'র সাথে ফোনে কথা হলে তিনি জানান, শহীদ মিনার নির্মাণস'হ স্লিপের জন্য তিনি ৫০ হাজার টাকা পেয়ে'ছিলেন। উক্ত টাকায় শহীদ মিনার কেন নির্মাণ করা হয়নি জানতে চাইলে কম টাকা, বন্যা ও নদী ভাঙ্গন সহ নানান অজু'হাত দেখিয়ে বলেন, ২০ হাজার টাকা অন্য'খাতে খরচ হয়েছে। মাত্র ৩০ হাজার টাকায় শহীদ মিনার তৈরী হবে কিনা তাই করা হয়নি। বিষয়টি নিয়ে সাংবাদিকের উপস্থিত শুনে এখন তিনি ওই টাকায় দ্রুতই শহীদ মিনার করবেন বলে জানান।


এ ব্যাপারে বিদ্যালয়'টির ক্লাস্টার এরিয়ার উপ'জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরী জানান, তিনি বেশ কিছু'দিন আগে এই উপজেলা যোগদান করে'ছেন উক্ত স্লিপের বরাদ্ধ ও শহীদ মিনার নির্মাণ ব্যাপারে তিনি কিছুই জানেন না। তবে বিষয়'টি খোঁজ খবর নিয়ে শহীদ মিনার নির্মাণ'সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment