ডিজিটাল উদ্ভাবনী মেলায় উদ্যোক্তা তাসলিমা আক্তারের হস্ত শিল্পের স্টল সবার নজরে



মঞ্জুরুল হক:

জামালপুর সদর উপ'জেলা পরিষদ মাঠে ডিজি'টাল উদ্ভাবনী মেলা'র শুভ উদ্বোধন করা হয়েছে। রবি'বার সকালে এ মেলার শুভ উদ্বোধন করেন জামাল'পুর সদর উপজেলা পরিষদের চেয়ার'ম্যান মোহাম্মদ আবুল হোসেন। জামালপুর সদর উপজেলা প্রশাসনে'র আয়ো'জিত মেলা'য় বিভিন্ন ধরনের ২১টি স্টল করা হয়েছে। এর মধ্যে শহরে'র নয়াপাড়া এলাকার উদ্যোক্তা তাসলিমা আক্তারের হস্ত শিল্পের স্টল'টি আগত দর্শক-ক্রেতা'দের মন কাড়ছে। এই স্টলে উঠা'নো হয়েছে বাহারি ডিজাইনে'র ওয়ান পিছ, থ্রি পিছসহ বিভিন্ন রকমে'র হস্ত শিল্প পণ্য। তিনি তার স্টলের পণ্য বিক্রিতে আগত ক্রেতাদের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন।

উদ্যোক্তা তাস'লিমা আক্তার বলেন, তিনি ৮ বছর আগে জামালপুর যুব উন্ন'য়ন অধিদপ্তর থেকে ক্ষুদ্র একটি লোন নিয়ে প্রথমে নয়া'পাড়া পাঁচরাস্তা এলাকায় সুখ তারা ফ্যাশন এন্ড হস্তশিল্প নামে শো রুম প্রতি'ষ্ঠা করে। সেই থেকে হস্ত'শিল্পে ব্যবসায় আগ্রহ বাড়ে তার। তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান'কে আরোও বড়'পরিসরে নিয়ে যেতে সরকারের সহযো'গিতা কামনা করেছেন । তাসলিমা জামালপুর পৌর যুব মহিলা'লীগের সাধারন সম্পাদক, এপেক্স ক্লাবের সদস্যসহ রাজনৈতিক সংগঠনের সাথেে জড়িত থেকে সমাজের ভাল কাজগুলো করার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন। তিনি সকলের দোয়া প্রত্যা'শী।

ডিজি'টাল উদ্ভাবনী মেলার সভাপতি ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্ম'কর্তা লিটুস লরেন্স চিরান। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ বরকত উল্লাহ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফি'সার মোহাম্মদ ছানোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ার'ম্যান ফারজানা ইয়াসমিন লিটা ও ভাইস চেয়ারম্যান আক্তারু'জ্জামান বেলাল প্রমুখ।
Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment