ইসলামপুরে সমবায় দিবস পালিত



মোহাম্মদ আলমাছ হোসেন আওয়ালঃ


"বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন"এই প্রতিপাদ্য'কে সামনে রেখে সারা দেশের ন্যায় জামালপুরে'র ইসলাম'পুরে  ৫১তম সম'বায় দিবস পালিত হয়েছে।

উক্ত সমবায় দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সু-সম্পর্ক ও ঐক্যব'দ্ধের মাধ্যমে যে কোন কাজ সাধন করা সম্ভব। এই উপজে'লার সমবায়ী'দের উন্নয়ন অগ্রগতি করতে ঐক্য'বদ্ধের কোন বিকল্প নেই। এখনও সময় আছে সমবা'য়ীরা জাগ্রত হন, প্রধানমন্ত্রী আপ'নাদের পাশে আছে এবং থাকবে ইনশাল্লাহ। 

দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও সমবায়ী'দের আয়ো'জনে বর্ণাঢ্য র‍্যালী শেষে  মুক্তি'যোদ্ধা কমপ্লেক্স ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপ'জেলা নির্বাহী কর্ম'কর্তা তানভীর হাসান রুমানের সভাপতিত্বে এ সময়  উপস্থিত ছিলেন  পৌর মেয়র আব্দুল কাদের শেখ, উপজেলা আওয়ামী'লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জামান আব্দুল নাসের চৌধুরী চার্লেস, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ, সমবায় কর্ম'কর্তা মিলন কান্তি সাহা, ইসলামপুর যুব মহিলা'লীগের সভাপতি আবিদা সুলতানা জুথিসহ আরো অনেকে ।


মোহাম্মদ আলমাছ হোসেন আওয়াল 

ইসলামপুর, জামালপুর।

০৫,১১,২০২২.

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment