মোহাম্মদ আলমাছ হোসেন আওয়াল:
ফ্রেশ কোম্পানি লিমিটেডে'র বেভারেজ গ্রুপে'র বিক্রয় প্রতি'নিধি শামীম আহ'ম্মেদ কর্মরত অবস্থায় ৬ নভেম্বর কক্সবা'জারের টেকনাফে সড়ক দুর্ঘট'নায় মা'রা যায়।
তার পরিবার'কে আ'র্থিক সহায়তা প্রদা'নের দাবিতে গতকাল শনিবার সকা'লে জামাল'পুরের ইসলামপুর প্রেস'ক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী অবস্থান কর্ম'সূচি পালন করেন বাংলা'দেশ বিক্রয় প্রতিনিধি জোট ইসলামপুর ও দেওয়ানগঞ্জ শাখার বিভিন্ন কোম্পা'নি বিক্রয় প্রতি'নিধিবৃন্দ।
কেন্দ্রীয় কার্য'নির্বাহী পরিষদের প্রতি'ষ্ঠাতা সভাপতি ও ইসলামপুর উপজেলা বিক্রয় প্রতিনিধি জুটের সভাপতি আকরাম হোসাইনের সভাপতি'ত্বে অবস্থান কর্মসূচি অনু'ষ্ঠিত হয়।
কর্ম'সূচিতে বক্তব্য রাখেন প্রধান উপদে'ষ্টা ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পা'দক খন্দকার আপন শাহ, বাংলা'দেশ বিক্রয় প্রতিনিধি ইসলা'মপুর উপজেলা শাখা সাধারণ সম্পাদক এবাদুল্লাহসহ দেওয়ান'গঞ্জ ও ইসলামপুর উপ'জেলা শাখার সদস্য'রা উপস্থিত ছিলেন।
অব'স্থান কর্মসূচি'তে বক্তারা কর্ম'রত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত শামীম আহম্মেদ এর পরিবার'কে ১০ লক্ষ টাকা আ'র্থিক সহযাে'গিতার দাবি জানান।
মোহাম্মদ আলমাছ হোসেন আওয়াল
ইসলামপুুর জামালপুর
১২/১১/২২
0 $type={blogger}:
Post a Comment