শরিফ মিয়া, স্টাফ রিপোর্টার:
জামালপুরে'র ইসলামপুর পৌর শহরে মোশারফ'গঞ্জ বাজারে আলো কৃষি উন্নয়ন ফাউন্ডেশনে'র পাঁচ বছর পূর্তি উৎসব অনু'ষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) দুপুরে আলো কৃষি উন্নয়ন ফাউন্ডেশনে'র নির্বাহী পরিচালক আল আমিন রহমানের সভাপতি'ত্বে প্রধান অতিথি ছিলেন উপ'জেলা পরিষদ ভাইস চেয়ার'ম্যান আব্দুল খালেক আখন্দ।
ওয়ার্ড আওয়ামী'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমানে সঞ্চালনা'য় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলো কৃষি উন্নয়ন ফাউন্ডেশনে'র প্রতিষ্ঠাতা আল রাজু রহমান, উপজেলা আওয়ামী'লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শফিকুল রহমান শিবলী, সদস্য রজব আলী মুল্লুক, উপজেলা কৃষক'লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, কাউন্সিলর ফজলুর রশিদ, সোহেল রানা পলাশ, মোশারফ'গঞ্জ বাজার বণিক সমিতি'র সভাপতি শাফিউল ইসলাম, ওয়ার্ড আওয়ামী'লীগের সভাপতি অলিলুর রহমান, আলো কৃষি উন্নয়ন ফাউন্ডেশনে'র ম্যানেজার বিথী আক্তার ও সিনিয়র ফিল্ড অফিসার টুম্পা আক্তার প্রমুখ।
0 $type={blogger}:
Post a Comment