আওয়াল সরকারঃ
"ভূমিদস্যু হটাও ভূমিহীন বাঁচাও, খাস জমির অধিকার ভূমিহীন জনতার, দুর্নীতি ঠেকাও দেশ বাঁচাও" এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে'র ইসলা'মপুর উপজেলায় বালুদস্যু'দের কারণে গরিব, অসহায়, কৃষকের বসতবাড়ী ভাঙার প্রতি'বাদে মানব'বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৭ নভেম্বর বৃহঃবার সকালে ইসলাম'পুর প্রেসক্লাব চত্বরে ঘণ্টা'ব্যাপী মানব'বন্ধন পালন করেন বাংলা'দেশ ভূমি'হীন আন্দোলন বাংলা'দেশ প্রতিনিধি'বৃন্দ।
কেন্দ্রীয় কার্য'নির্বাহী পরিষদে'র সাধারণ সম্পাদ'ক শেখ নাসির উদ্দিনের সভাপ'তিত্বে মানব'বন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূ'চিতে বক্তব্য রাখেন বাংলাদে'শ ভূমিহীন আন্দো'লনের ময়মনসিংহ বিভাগী'য় কমিটির সভাপতি খালেকু'জ্জামান বুলবুল, জামালপুর জেলা শাখা'র সাধারণ সম্পাদক সোহেল রানা, মাদারগঞ্জ উপজেলার সভাপতি জহুরুল ইসলামসহ আরো অনেকে।
0 $type={blogger}:
Post a Comment