প্রতিবন্ধী দৌড় প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন; অভিনন্দন জানিয়েছে জামালপুর ডিস্ট্রিক টিম



জামালপুর দর্পণ: 

ঢাকায় স্পেশাল অলিম্পিক বাংলাদেশের আয়োজনে দৌড় প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করায় প্রতিবন্ধী শিক্ষার্থী রবিউল ইসলাম রবিন ও মাসুদ রানাকে অভিনন্দন জানিয়েছেন জামালপুর ডিস্ট্রিক টিম ( JAMALPUR DISTRICT TEAM) পরিবার।

বিশ্বস্তসূত্রে জানা যায়, প্রতিবন্ধী শিক্ষার্থী রবিউল ইসলাম রবিন ও মাসুদ রানা জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) শিক্ষার্থী । রবিউল ইসলাম রবিন ও মাসুদ রানা অবিশ্বাস্য ভাবে একের পর এক বিজয়ের মালা ছিনিয়ে এনে শুধুমাত্র সুনাম সুখ্যাতিই অর্জন করছেন না, তারা জামালপুর জেলা তথা দেওয়ানগঞ্জ উপজেলার ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছেন। তারা বাংলাদেশের গর্ব।



প্রতিবন্ধী শিক্ষার্থী রবিউল ইসলাম রবিন ও মাসুদ রানা ঢাকায় স্পেশাল অলিম্পিক বাংলাদেশের আয়োজনে দৌড় প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে জাপানে খেলতে যাবার সুযোগ সুনিশ্চিত হয়েছে এবং ফুটবলে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হবার পর থাইল্যান্ডে খেলার সুযোগ পেয়েছে মাসুদ রানা। এ তথ্য নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের ( প্রতিবন্ধী) প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম।

এক ফেসবুক বার্তায় জামালপুর ডিস্ট্রিক টিমের এডমিন ইঞ্জি: মো: বিপুল হোসেন বলেন, তাদের এই বিজয় লাভে JAMALPUR DISTRICT TEAM পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও শুভ কামনা রইলো।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment