জামালপুর দর্পণ ডেস্কঃ
ফজ'রের নামায শেষে বাড়ি'তে যিকির ও কোর'আন তিলাওয়াত করায় প্রতিবে'শির হামলা মারধরের শিকার হয়েছেন একটি ধর্মপরা'য়ন মুসলিম পরিবার। হামলা'কারীরা এই বলেও হুমকি দিয়েছে যে, এর'পর যদি আর কোনো দিন তারা উচ্চ'স্বরে কোরআন তিলাওয়াত বা যিকির করে তাহলে তারা তোদেরকে মেরে ফেলবে! হামলায় যিকির'কারীর স্ত্রী বিউটি বেগম ও ছোট ভাই রুহুল আমিন আহত হয়েছেন। এঘটনায় জামা'লপুর সদর থানায় একটি অভি'যোগ করেছেন ভুক্ত'ভোগী পরিবার।
বুধবার, জামাল'পুর পৌর এলাকার পাথা'লিয়া গ্রামের বকুলতলায় এমন ন্যাক্কার'জনক ঘটনা ঘটেছে।
জানা যায়, পাথা'লিয়া গ্রামের মরহুম সাখা'ওয়াত মাষ্টারের সেজো ছেলে মোঃ রুকুনু'জ্জামান একজন ধর্মপ্রাণ মুসলমান। এছাড়া তিনি একজন প্রসিদ্ধ পী'রের মুরিদ। প্রতিদিনি তিনি সকাল সন্ধ্যা কোর'আন তিলাওয়াত ও তিন তজবী আদায় করেন। ঘটনার দিন তিনি ফজরের নামায শেষ করে এসে বাড়িতে কোরআন তিলা'ওয়াতের পর যিকির করছিলেন। এমন সময় পাশের বাড়ির মরহুম করিম শেখের ছেলে দাদন ব্যব'সায়ী ফয়জুর ও তার পরিবার এবং তার ভাতিজা হৃদয় এসে তার ক্ষিপ্ত হয়ে উঠে। পরে তারা তাকে অকথ্য ভাষায় গালিগা'লাজ করে। এক পর্যায়ে তারা রুকুনের বাড়িতে এসে তাদের উপর হামলা করে। তাদের কিল ঘুষিতে রুকুন তার স্ত্রী বিউটি বেগম এবং ছোট ভাই রুহুল আমিন আহত হন। এছাড়া ভবিষ্যতে আর কোনো দিন যদি উচ্চস্বরে কোরআন তিলা'ওয়াত বা যিকির করে তাহলে তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে ।
এই ঘটনায় রুকুনু'জ্জামান বাদী হয়ে জামাল'পুর থানায় একটি অভি'যোগ করেছেন।
এলাকা'বাসী জানান, যখন কেউ উচ্চস্বরে দিবা'রাত্রী মাইক বাজিয়ে মানুষের দিনের শান্তি রাতের ঘুম হারাম করে তখন তো কেউ কারও উপর হামলা করে না? ধর্মীয় চর্চায় বাধাঁদান'করী বেনামাজি সুদখোর পরি'বারের এমন দৃষ্টতায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
0 $type={blogger}:
Post a Comment