চলছে খেলা কাতার মাঠে
জমছে আড্ডা দিনে রাতে,
লড়াই হচ্ছে বাঘে সিংহে
সাপোর্ট দিতে আছি সাথে।
ফেসবুকেতে যাচ্ছে লিখে
নেইমার নাকি মেসি সেরা,
বিশ্ব কাপ নিচ্ছে কারা
ব্রাজিল নাকি আর্জেন্টিনারা।
উত্তেজনা ছড়িয়ে পরে
প্রিয় দল জিতে গেলে,
খাওয়া হচ্ছে পটকা ফুটছে
মিছিল করছে সবাই মিলে।
বিশ্বকাপে খেলতো যদি
আমার প্রিয় বাংলাদেশ,
কিযে মজা হতো তবে
বলেও করা যাবেনা শেষ।
খেলবে যেদেশ ভালো বেশি
কাপ যাবে সেই দেশে,
লম্ফ জম্ফ যতই করি
সবে থাকবো মিলে মিশে ।
0 $type={blogger}:
Post a Comment