আগামী ১০ ডিসেম্বর বিএনপি আগুন লাঠি নিয়ে আসলে খেলা হবে ; জামালপুরে ওবায়দুল কাদের

 


জামালপুর প্রতিনিধিঃ

আওয়ামীলীগের সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি নেতা তারেক রহমানকে দেশের মানুষ ভয় পায়, তিনি বিদেশে প্রচুর টাকা পাচার করেছে। তিনি বিএনপিকে ব্যাঙাত্মক করে বলেন, আপনারা খেলা খেলবেন আর আমরা দাড়িয়ে দাড়িয়ে ললীপপ খাবো। আগামী ডিসেম্বরে খেলা হবে। 

আগামী ১০ তারিখে বিএনপির সমাবেশে কোন বাধা দেওয়া হবে না। তবে আগুন লাঠি নিয়ে খেলতে দেওয়া হবে না। একই অনুষ্ঠানে যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন দেশের সার্বিক উন্নয়নে আবারো নৌকার কোন বিকল্প নেই। জামালপুর জেলা আওয়ামীলীগ আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে তারা এসব কথা বলেন।

সোমবার বিকালে জামালপুর জিলা স্কুল মাঠে এ ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধারন সম্পাদক আ.ফ.ম বাহা উদ্দিন নাসিম এমপি,  সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল সহ আরো অনেকে।

জুয়েল রানা

জামালপুর।

২৮.১১.২২

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment