জামালপুর দর্পণ ডেস্কঃ
জামালপুরের ইসলামপুরে ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য নবনির্মিত ওয়াটার পয়েন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াটার পয়েন্টের শুভ উদ্বোধন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ তানভীর হাসান রুমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামান আব্দুন নাসের বাবুল, ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আখতার, ব্র্যাক ময়মনসিংহ ডিভিশনাল ম্যানেজার অনিল চন্দ্র রায়, এরিয়া সুপারভাইজার মোঃ সাজ্জাদ হোসেন, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, ইঞ্জিনিয়ার দেব প্রসাদ বিশ্বাস, ইসলামপুর শাখার ব্যবস্থাপক (দাবি) আনোয়ার হোসেন, ইসলামপুর শাখার প্রোগ্রাম অর্গানাইজার গোপেন চন্দ্র রায়, ফিল্ড অর্গানাইজার মঞ্জুয়ারা পারভীন প্রমুখ।
ব্র্যাক ইসলামপুর শাখার তত্ত্বাবধানে ও অর্থায়নে উক্ত ওয়াটার পয়েন্ট নির্মাণ করা হয়।
0 $type={blogger}:
Post a Comment