ইসলামপু'রে সাবেক ভূমি প্রতি'মন্ত্রী রাশেদ মোশারফের ১১তম মৃত্যু'বার্ষিকী পালিত

 



শরিফ মিয়া, স্টাফ রিপোর্টার : 

বাংলাদেশ কৃষক'লীগের কেন্দ্রীয় কমিটি'র সাবেক সভাপতি ও সাবেক ভূমি প্রতি'মন্ত্রী প্রয়াত রাশেদ মোশারফে'র ১১তম মৃত্যু বার্ষি'কী পালিত হয়েছে।

শনিবার মরহু'মের পুত্র ইসলামপুর উপজেলা আওয়ামী'লীগের সহ-সভাপতি জাভেদ মোশারফের আয়োজনে খালেদ মোশারফ হাই'স্কুল এন্ড কলেজে আলো'চনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

সাবেক প্রধান শিক্ষক আনোয়ার ইসলামের সভাপতি'ত্বে বক্তব্য রাখেন, পৌর মেয়র আব্দুল কাদের শেক, উপজেলা আওয়ামী'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আনছারী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ, জাকিউল হক সর্দার, কোষা'ধ্যক্ষ মোরশেদুর রহমান খান মাসুম, উপজেলা আওয়ামী'লীগের সাবেক সভাপতি জিয়াউল হক জিয়া, পৌর আওয়ামী'লীগের সভাপতি নারায়ন কর্মকার, মিশ্রি মিয়া ফাউন্ডেশনে'র বোর্ড অব ট্রাস্ট্রী এস.এম.শাহিনুজ্জামান শাহিন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী'লীগের সাবেক সভাপতি নূর ইসলাম নূর, কুষক'লীগ সাবেক সভাপতি তাছির উদ্দিন, কৃষক'লীগের সভাপতি নুরল ইসলাম, সাবেক ছাত্র'নেতা সৈকত হাসানসহ উপজেলা আওয়ামী'লীগের নেতাকর্মী ও সুধীবৃন্দ। আলোচনা সভা শেষে প্রয়াত রাশেদ মোশারফে'র বিদেহী আত্মা'র মাগফে'রাত কামনায় বিশেষ মোনা'জাত করা হয়।
Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment