মেলান্দহ ও ইসলামপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত



জামালপুর দর্পণ ডেস্কঃ 

"দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি" স্লোগানে সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ পালিত হয়েছে। 

১৫ ই নভেম্বর (মঙ্গলবার) দুপুর ১২ টায় মেলান্দহ ফায়ার সার্ভিস কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেলান্দহ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ আঃ লতিফ।



অপরদিকে, ইসলামপুরেও ইসলামপুর ফায়ার সার্ভিস কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ তানভীর হাসান রুমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জামাল আব্দুন নাছের বাবুল। 



বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল খালেক আখন্দ । ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা খাইরুল ইসলাম।


Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment