জুয়েল রানা, জামালপুরঃ
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা ,কু-রাজনীতির মধ্য দিয়ে নয়, দেশের জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসেছেন আর বিগত দিনে বিএনপি পিছন দরজা দিয়ে ক্ষমতায় এসেছিলো ।
তিনি আরো বলেন বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বাইশ প্রকার ওষুধ বিনা মূল্যে দিয়ে সেবা করছেন । একই অনুষ্ঠানে ঢাকা বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বিএনপির মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে উদ্দেশ্য করে বলেন, বিএনপি আট দশটি জেলার মানুষকে জড়ো করে সমাবেশ করে মনে করছে তারা ক্ষমতায় চলে গেছে। তাদের প্রতিহত করার জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগই যথেষ্ট।
আজ শনিবার বিকালে জামালপুর শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তারা এসব কথা বলেন ।
সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাক্তার এম এ মান্নান খানের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি, সদর আসনের এমপি প্রকৌশলী মোজাফর হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ,সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী সহ আরো অনেকে।
জুয়েল রানা
জামালপুর।
১২.১১.২০২২
0 $type={blogger}:
Post a Comment