স্টাফ রির্পোটারঃ
বরিশাল সদর উপজেলা'র উত্তর পলাশপুর কাজী'র গোরস্থান এলাকা'র বাসিন্দা মোহাম্মদ আলী'র পুত্র উমর (৫) জন্ম হওয়ার পর থেকে'ই প্রতি'বন্ধী হয়ে জীবন যুদ্ধ করে আসছে। তার পিতা মোহা'ম্মদ আলী একজন ক্ষুদ্র কাপড় ব্যবসা'য়ী। সন্তানের চিকিৎসার জন্য ব্যয় করেছেন প্রায় ৫ লক্ষ টাকা কিন্তু সুস্থ হয়'নি উমর।
ছেলে'কে বাঁচানোর আশায় প্রতি মাসে ঔষধ কিনতে হচ্ছে প্রায় ১০ হাজার টাকার। ডাক্তার জানি'য়েছে দেশের বাহিরে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলে হয়তো বেঁচে যাবে উম'রের প্রান। উন্নত চিকিৎসা'র জন্য প্রয়োজন প্রায় বিশ লক্ষা'ধিক টাকা। অসহায় উমরের পরিবা'রের নেই সে সামর্থ্য।
তাই উমর'কে বাঁচাতে তার পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র সহযোগিতা কামনা করেছে। এ বিষয়ে প্রতি'বন্ধী উমরের পিতা মোঃ আলি বলেন, আমি বরি'শাল শহরের কালেট্রি পুকুরপাড় সংলগ্ন স্থানে ভ্যান গাড়িতে করে ক্ষুদ্র কাপ'ড়ের ব্যবসা করি। আমার নেই অর্থ, যেটুকু সামর্থ্য ছিল ছেলের চিকিৎসার পি'ছনে খরচ করেছি। এখন আর চিকিৎসা চালাতে পারছি না।
ছেলেকে বাঁচাতে প্রধান'মন্ত্রীর সহযো'গিতা কামনা করছি। সরকারিভাবে আমার ছেলের চিকিৎসা হলে বেঁচে যাবে আমার ছেলের প্রাণ। প্রয়োজ'নে যে কেউ ০১৭৫৩৬৯২২০৬ নম্বরে যোগাযোগ করতে পারেন।
0 $type={blogger}:
Post a Comment