জামালপুরে মৃত্তিকা গবেষণা ও গবেষণা জোরদারকরণ প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধিঃ

 “সুস্থ জীবনের জন্য সুস্থ মাটি” এই শ্লোগানকে সামনে রেখে জামালপুরে মৃত্তিকা গবেষণা ও গবেষণা জোরদারকরণ প্রকল্পের আওতায় মাটি পরীক্ষা ভিত্তিক সুষম সার ব্যবহারের উপর প্রায়োগিক ট্রায়াল শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

 


বৃহস্পতিবার দুপুরে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কেন্দুয়া নয়াপাড়া গ্রামে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট জামালপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। মাঠ দিবসে বক্তব্য রাখেন জামালপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা, জামালপুর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আ.খা.ম মুর্শেদুর রহমান, কৃষক অলক কুমার ধর, হামিদুল্লাহ হামিদ সহ আরো অনেকে।

 


এসময় মাঠ বিদসের আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ঘোষণাকৃত এক টুকরো জমিও অনাবাদি না রেখে চাষাবাদের আওতায় আনার পাশাপাশি, ফসলের মাটিকে সুস্থ রাখা এবং দ্বিগুন ফলনের জন্য মাটি পরীক্ষা করে তার উপর ভিত্তি করে সার প্রয়োগ করতে হবে এতে খরচ কমবে ফলন হবে দ্বিগুন অধিক লাভবান হবে চাষী।

পরে পরীক্ষামূলক ৭৫ জাতের ব্রিধান মাঠ থেকে কর্তন করে তা পরিমাপ করা হয়।
 

জুয়েল রানা
জামালপুর।
০৩.১১.২২

Share on Google Plus

About juwel rana

0 $type={blogger}:

Post a Comment