মেলান্দহ প্রতিনিধিঃ
মেলা'ন্দহে বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃ'ত্যু হয়েছে। শনিবার পৃথক দুটি ঘটনায় দুই জনের মৃ'ত্যুর ঘটনা ঘটে।
জানা যায়, উপজে'লার নাংলা ইউনিয়নের দেউলা'বাড়ি প্রামানিক পাড়া এলা'কায় বিদ্যুতের তারে ভেজা কাপড় জড়িয়ে লিচু (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে প্রামানিক পাড়া এলাকার সাহেব আলীর পুত্র।
দুপুরে গোসল করে কাপড় শুকাতে গেলে তারে জড়িয়ে যায়।তারটি আগে থেকেই বিদ্যু'তায়িত হয়ে ছিল। লিচু বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজ'নরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য'রত চিকিৎসক মৃ'ত ঘোষনা করে।
অপরদিকে ৩নং মাহমু'দপুর ইউনিয়'নের খাশিমারা গ্রামে লাঞ্জু মিয়া (২৫) নামে আরেক'জনের মৃ'ত্যু হয়েছে। স্বজনরা জানায় ব্যাটারী চালিত ইজিবাইক চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুতা'য়িত হয়ে ঘটনাস্থলে মৃ'ত্যু হয়।
সাজ্জাদ হোসেন শাহিন
মেলান্দহ, জামালপুর।
0 $type={blogger}:
Post a Comment