শরিফ মিয়াঃ
জামালপুরের ইসলামপুরে হাড়ীয়াবাড়ী উচ্চ বিদ্যা'লয়ের এক সহকারী শিক্ষকে'র ডাস্টার দিয়ে আঘা'তে গুরুত্ব আহত হয়ে চোখে কম দেখছে পরীক্ষার্থী। গত (২৬ অক্টোবর) বুধবার ওই হাইস্কুলে মডেল টেস্ট পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে। ভোক্ত'ভোগী শিক্ষার্থীর পরিবার বিচার পাওয়ার জন্য দ্বারে দ্বারে ঘুরছে।
হাড়ীয়াবাড়ী উচ্চ বিদ্যাল'য়ের ম্যানেজিং কমিটি সদস্য মাজেদা জানান, গত বুধবার তার মেয়ে হাড়ীয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্রী আলেনুর নেছা মডেল টেষ্ট পরীক্ষা দেওয়ার সময় পিছনে পরীক্ষার্থীর কাছে পেন্সিল চাওয়ার জন্য কক্ষ পরিদর্শক সহকা'রি শিক্ষক শফি'উল আলমের হাতে থাকা ডাস্টার দিয়ে চোখে মারাত্বক ভাবে আঘাত করেন। গুরুত্ব আহত আলে'নুর নেছা আঘাত পাওয়ায় চোঁখের কম দেখছে। চোখের আঘা'তের পর বাকি পরীক্ষা'তে অংশ নিতে পারেনী সে। আহত হয়ে সে নিজ বাড়ী পাথর্শী ইউনি'য়নের মোজা'আটা গ্রামে রয়েছে। আহত ছাত্রীর কোন খোজঁ খবর নেইনি বিদ্যাল'য়ের শিক্ষ'করা।
এদিকে এ ব্যাপারে বিদ্যালয় কমিটির নিকট গত চার দিন ধরে ঘটনার সুষ্ঠু বিচার প্রার্থী হয়ে কোন বিচার পায়নি আহত শিক্ষার্থীর পরিবার।
অভিযোগ উঠেছে, ওই শিক্ষকের বিচার না করে উল্টো আহত শিক্ষার্থীর পরিবার'কে বিভিন্ন ধরনে হুমকি-ধামকি দিচ্ছেন কতিপয় শিক্ষক ও ম্যানেজিং কমিটি অন্যান্য সদস্যরা। এমতা'বস্থায় প্রতি'ষ্ঠানে ম্যানেজিং কমিটি সদস্য মজেদা তার আহত মেয়েকে নিয়ে বিপাকে পড়েছেন।
এ ব্যাপারে হাড়ীয়া'বাড়ী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জহির উদ্দিনের সাথে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে ওই শিক্ষার্থীর মা মাজেদা ওই শিক্ষ'কের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারে নিকট ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক প্রয়ো'জনীয় ব্যবস্থা নেওয়ার দাবী জানি'য়েছেন।
0 $type={blogger}:
Post a Comment