জামালপুরে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ



জাহিদ হাসান, জামালপুর সদর প্রতিনিধিঃ


জামালপুর পৌর এলাকার ১১নং তীর্থ সত্য'পীর সরকারি প্রাথমিক বিদ্যাল'য়ের প্রধান  শিক্ষিকা শিরিনা বেগ'মের বিরুদ্ধে স্বাক্ষর জালি'য়াতির অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্ম'কর্তার অফিস সূত্রে পাওয়া চিঠিতে দেখা যায়,  সহকারী শিক্ষা কর্মকর্তা মোশা'ররফ হোসেনের নেতৃত্বে  তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

সেই কমিটিকে সাত (৭) কার্য দিবসের মধ্যে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখি'লের নির্দেশনা প্রদান করা হয়েছে। 

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্ম'কর্তা জুয়েল আশরাফ জানান, গত ২০ অক্টোবর তীর্থ সত্যপীর সরকা'রি প্রাথমিক বিদ্যাল'য়ের সভাপতি এবং অন্য দুইজন বিদ্যালয় পরি'চালনা কমিটির সদস্য 

প্রথমে মৌখিক, পরে লিখিত একটা অভি'যোগ পত্র জমা দিয়েছে। অভি'যোগ পত্রে তারা প্রধান শিক্ষিকা শিরিনা বেগমের বিরুদ্ধে স্বাক্ষর জালি'য়াতির অভিযোগ করেছেন। 

অভি'যোগের প্রেক্ষি'তে আমরা তদন্ত কমিটি গঠন করেছি।তদন্ত প্রতিবেদন হাতে পেলে তথ্য প্রমাণের ভিত্তিতে পর'বর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

অভিযোগ পত্র অনু'যায়ী জানা গেছে, গত ৪ জুলাই প্রধান শিক্ষিকা শিরিনা বিদ্যা'লয়ের ব্যাংক হিসাব থেকে দুই লক্ষ একান্ন হাজার নয়শত টাকা উত্তোলন করেছে।

সভাপতি রাশেদু'জ্জামান মিল'নের স্বাক্ষর জাল করে প্রধান শিক্ষিকা এই কাজ করেছে বলে অভিযোগ মিলনের।

জানা গেছে, সভাপতি মিলনের নিকট স্বাক্ষ'রের জন্য চেক বইয়ের একটা পাতা প্রেরণ করা হলে তিনি স্বাক্ষর করেনি।

অন্য শিক্ষিকাদের কেউ এ বিষয়ে মন্তব্য করতে চাননি।

এসব বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষিকা শিরিনা বেগম বলেন, আপনারা রবিবার আসেন, রবিবার জানাবো।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment