নগরঘাটায় এক ব্যক্তিকে জীবন নাশের হুমকি; থানায় জিডি



সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষী'রার তালার নগর'ঘাটা দক্ষিন'পাড়া গ্রামের মোঃ রুহুল কুদ্দুস নামের এক ব্যক্তি'কে জীবন নাশের হুম'কি দেওয়া'য় কয়েক জনের নামে ২৯শে আগষ্ট পাটকেল'ঘাটা থানায় জি'ডি করা হয়েছে।

জানা যায়, নগর'ঘাটা শাহী মসজি'দে গত শুক্রবার জুম্মা নামাযের পর বক্তার বক্তব্য মোবা'ইলে রেকর্ড করায় দক্ষিনপাড়া গ্রামের আঃ সামাদের পুত্র মোঃ মামুন হোসেন ও মাহবুদ হোসেন অকথ্য ভাষায় গালি'গালাজ সহ রুহুল কুদ্দুসকে জীবন না'শের হুম'কি দেয়।

এ সময় মামুন হোসেন ও মাহবুদ হোসেন রুহুল কুদ্দুস'কে খুন, জখম করার হু'মকি দিতে থাকলে স্থানীয় কয়েকজন তাদের শান্ত করে। এ ঘটনায় দক্ষিন'পাড়া গ্রামের মৃত স্বরুপ দফা'দারের পুত্র মোঃ রুহুল কুদ্দুস বাদী হয়ে মামুন হোসেন ও মাহবুদ হোসেন সহ চার'জনের নামে পাটকেল'ঘাটা থানায় সাধারণ ডায়েরী (জি'ডি) করেছেন, জিডি নং ১১৯৫, তাং ২৯/১০/২২।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফি'সার্স ইনচার্জ কাঞ্চন কুমার রায় বলেন, বিষয়টি তদন্ত করে দোষী'দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment