মেলান্দহে বিদ্যুৎস্পৃ'ষ্টে ডেকোরেটর শ্রমিকের মৃ'ত্যু

 



সাজ্জাদ হোসেন শাহিন,মেলান্দহ প্রতিনিধিঃ


জামালপু'রের মেলান্দ'হে বিদ্যুৎস্পৃ'ষ্টে আনো'য়ার হোসেন (২৮) নামে এক যুব'কের মৃ'ত্যু হয়েছে। সোম'বার (৩১ অক্টোবর)  সাড়ে ১২টার দিকে কুলি'য়া ইউনি'য়নের ভালুকা বাজারে ডেকোরেট'রের কাজ করতে গিয়ে  বৈদ্যু'তিক তার শরীরে লাগলে  বিদ্যু'তায়িত হয়। 

জানা যায়, নিহত যুবক কুলি'য়া ইউনিয়'নের পীর'গাছা গ্রামের হানিফ উদ্দি'নের ছেলে। স্থানীয়'রা উদ্ধা'র করে মেলান্দহ স্বাস্থ্য কম'প্লেক্সে নিয়ে গেলে কর্তব্য'রত চিকিৎসক তাকে মৃ'ত ঘোষণা করেন। নিহত ওই যুব'ক ডেকো'রেটর শ্রমিক হিসে'বে কাজ করতো। 

মেলান্দহ থানার ভার'প্রাপ্ত কর্ম'কর্তা  দেলোয়ার হোসেন  বলেন, নিহত আনো'য়ার ডেকোরেট'রের কাজ করতে গিয়ে বিদ্যুতা'য়িত হয়। স্থানীয়রা উদ্ধার করে মেলা'ন্দহ উপ'জেলা  স্বাস্থ্য কম'প্লেক্সে নিলে কর্তব্য'রত চিকিৎসক মৃ'ত ঘোষনা করে। পরিবা'রের অভিযোগ না থাকায়  ময়নাত'দন্ত ছাড়াই লা'শ দাফনের অ'নুমতি দেওয়া হয়েছে।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment