ইসলামপুরে সাংবাদিকদের মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি



শরিফ মিয়াঃ

জামালপুরে'র ইসলাম'পুর উপজেলা পরিষ'দের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল সাংবাদিক'দের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতি'বাদে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি করেছেন সাংবাদি'করা। শনিবার (২৯ অক্টোবর) সকালে প্রেসক্লাবে কর্মরত সাংবাদি'কদের ব্যানারে কর্মসূচির আ'য়োজন করা হয়।

সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত থানা মোড় ঐতি'হাসিক বটতলা চত্বরে বসে সাংবা'দিকরা এ অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় জেলা ও বিভিন্ন উপজেলার কর্মরত সাংবাদি'করা ইসলামপুরের সাংবাদি'কদের কর্মসূচিতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

উল্লেখ্য যে, গত বুধবার সকালে উপজেলা পরিষদ হল'রুমে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভার সদস্য ইসলা'মপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন পৌর শহরের বাইপাস সড়কে পাথর'ঘাট এলাকায় অবৈধ ভাবে নদী ভরাট নিয়ে বক্তব্য রাখেন। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুল নাসের বাবুল ক্ষিপ্ত হয়ে তার কাউন্টার বক্তব্যে সাংবাদিক'দের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment