দেওয়ানগঞ্জ উপজেলায় গনঅধিকার পরিষদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন



শরিফ মিয়া, স্টাফ রিপোর্টার:


২৬শে অক্টোবর সকাল ৮ টায় সানন্দ'বাড়ি বাজার এলাকায় অবস্থিত অ'স্থায়ী কার্যালয়ে গনঅধিকার পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলো'চনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রতিষ্ঠা বার্ষি'কী ও আলো'চনা সভায় প্রধান অতিথি হিসেবে উপ'স্থিত ছিলেন গণ'অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার যুগ্ন সদস্য সচিব মো আবু হানিফ মিজান।

দেওয়ান'গঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষ'দের সাবেক ভার'প্রাপ্ত সদস্য সচিব সোহেল রানা সোহান এর সঞ্চাল'নায় উক্ত অনুষ্ঠা'নে সভা'পতিত্ব করেন গণ'অধিকার পরিষদের দেওয়ান'গঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ রাশেদুল হক।

আরো উপ'স্থিত ছিলেন যুব অধিকার পরিষদ জামাল'পুর জেলা শাখার সহ-সভাপতি সাইফুল ইসলাম সাইফুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পা'দক মো জামাত আলী। এছাড়া বিভিন্ন ইউ'নিয়ন থেকে আগত ছাত্র অধিকার ,যুব অ'ধিকার ,গন অধিকার পরি'ষদ এর নেতা'কর্মীরা উপস্থিত ছিলেন।

কিভা'বে সামনের দিকে তাদের দল'কে শক্তি'শালী করা যাবে সেই বিষয় নিয়ে নেতা'কর্মীরা আলো'চনা করে। পরে কেক কেটে ও মিষ্টি বিতরণ করে অনুষ্ঠা'নের সমাপ্তি করা হয়।
Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment