শরিফ মিয়া, স্টাফ রিপোর্টারঃ
জামালপু'রের ইসলাম'পুরে ওয়াই-ফাইয়ের তারে জড়িয়ে সোহেল (২২) নামে পলি'টেনিক ছাত্রের মৃ'ত্যু হয়েছে। সে উপজে'লার কুলকান্দী ইউ'নিয়ন আঠিঁয়া'বাড়ী গ্রামের শাহ জালালের ছেলে ও দেওয়ান'গঞ্জ পলিটেক'নিক্যাল স্কুল এন্ড কলেজের ২য় বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্র জানায়, সোহেল পাথর্শী ইউনি'য়নের পার্থশী পৃর্বপাড়া গ্রামে মামা'র বাড়িতে থেকে পাশের উপ'জেলা দেওয়ানগঞ্জ পলিটেক'নিক্যাল স্কুল এন্ড কলেজে পড়া'লেখা করতো। গত সোমবার দুপুরে নি'খোঁজ হয় সে। মঙ্গল'বার (২৫ অক্টোবর) মামার বাড়ি'র ছাদে উপর ওয়াই-ফাই তারে জড়ানো অবস্থায় তার মর'দেহ পাওয়া যায়।
নিহত সোহে'লের মামা সেলিম মি'য়া জানান, ছোট থেকে ভাগিনা'কে আমি লালন পালন করি। সোম'বার দুপুরে ছাদে উপর পানি জমেছে কি না দেখতে ছাদে যায় সোহেল। এরপর থেকে নিখোঁজ ছিল সে। মঙ্গল'বার সকালে ছাদে উপর ওয়াই- ফাই তারে জড়া'নো অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
ইসলাম'পুর থানার ওসি মোহাম্মদ মাজে'দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, লা'শ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক'ভাবে ধারণা করা হচ্ছে সে বিদ্যুৎ পৃষ্টে মারা গেছে।
0 $type={blogger}:
Post a Comment