জামালপুরে বসতঘরে অগ্নি সংযোগের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

 


জামালপুর প্রতিনিধি:

জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের চর জালালের পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসত ঘরে অগ্নি সংযোগের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের উপর। 

রবিবার সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, বিগত ৬ মাস ধরে চলমান বিরোধের জের ধরে অসহায় নিরীহ কাঠমিস্ত্রি আব্দুল কদ্দুসের বসত ঘরে গভীর রাতে প্রতিপক্ষ নীলু মন্ডলের ছেলে ফরহাদ , মৃত মফিজ টিকাদারের ছেলে গোলাপ টিকাদার, গোলাপ টিকাদারের ছেলে রুবেল রানা, ফরহাদের ছেলে উসমানের বিরুদ্ধে । ভোক্তভোগী আব্দুল কদ্দুস জানান, ২১তারিখ রাতে বসত ঘরে আগুন ও ধোয়া  দেখে ঘুম ভাঙ্গে তাদের । ছেলে ঘুমানো অবস্থায় তার খাটে আগুন ধরে গেলে ডাক চিৎকার দিলে লোকজন এসে আগুন নিভায়। তিনি আরো বলেন, প্রতিনিয়ত তাদের হুমকিতে আতস্কের মধ্যে পরিবার নিয়ে দিন কাটাচ্ছি। 

আর্থিক ও মানসিক ভাবে ক্ষতি করার লক্ষে প্রতিপক্ষের যোগ সাজশে গত ২মাস আগে গোয়াল থেকে গরু চোরি করে নদী পার হওয়ার সময় আমাদের উপস্থিতি টের পেয়ে গরু ছেড়ে দিয়ে সুকৌশলে পালিয়ে যায় তারা। 

সাবর আলী শেখের ছেলে আব্দুল হামিদ জানান, চর জালালের পাড়া মৌজার ১২শতাংশ জমি জোর পূর্বক দখল করার জন্য নীলু মন্ডলের ছেলে ফরহাদ আমাদের ক্ষতি করার জন্য বিগত ৬মাস ধরে উঠে পড়ে লেগেছে। আমরা সুষ্ঠ ও ন্যায় বিচারের আশায় কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সোহেলের দারস্থ হলে তিনি বিষয়টি শুনে মীমাংসার চেষ্টা করলেও ফরহাদ ও তার লোকজন মীমাংসা না হওয়ার তাল বাহানা করছে। 

এ বিষয়ে অভিযুক্ত গোলাপ ও তার ছেলে রুবেল রানাকে বাড়ীতে গিয়ে খোজে পাওয়া যায়নি। তবে রুবেলের মা খোরশেদা বেগম বসত ঘরে অগ্নি সংযোগের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, কদ্দুসের ঘরে আগুন দেওয়া হয়েছে তার কোন প্রমাণ নেই।  তারা নিজেরাই আগুন লাগানোর নাটক করে আমাদের ফাসানোর চেষ্টা করছে। 

আব্দুল কদ্দুস তার পরিবারের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে জামালপুর সদর থানায় সাধারন ডায়েরী করার  প্রস্ততি নিচ্ছে বলে জানা গেছে।


Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment