সরিষাবাড়িতে অধ্যক্ষ আব্দুর রশিদ সমর্থক গোষ্ঠির প্রতিবাদ সমাবেশ



মোঃ সুমন মিয়াঃ

জামালপু'রের সরিষাবাড়ি'তে বিএনপি-জামাতের নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে প্রতি'বাদ সমাবেশ করেছেন অধ্যক্ষ আব্দুর রশিদ সমর্থক গো'ষ্ঠি। শনিবার বিকালে সরিষা'বাড়ি পৌরসভার সামানে এ প্রতিবাদ সমা'বেশের আয়োজন করা হয়। প্রতিবাদ সমাবেশে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের সভাপ'তিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন সরিষা'বাড়ি আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী'লীগের দলীয় এমপি মনোয়ন প্রত্যাশী জেলা আওয়ামী'লীগের সদস্য, সরিষাবাড়ি উপজেলা আওয়ামী'লীগের সিনিয়র সহ-সভাপতি ও তেজগাও থানা আওয়ামী'লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ। সমা'বেশে আরও বক্তব্য রাখেন সরিষা'বাড়ি উপজেলা আওয়ামী'লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. হারুন-অর রশিদ, পৌর মেয়র মনিরুজ্জা'মান মনির, রফিকুল ইসলাম মানিকসহ আরও অনেকে। এসময় সরিষা'বাড়ি উপজেলা আওয়ামী'লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অংঙ্গ ও সহযোগী সংগঠন এবং সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।


এ সময় অধ্যক্ষ আব্দুর রশিদ আওয়ামী'লীগের বিভিন্ন উন্নয়নের দিক জনগ'ণের সামনে তুলে ধরেন। তিনি আরও বলেন, সরিষাবাড়ি উপজেলায় কখনও বিএনপি-জামাতের নৈরাজ ও নাশকতা মেনে নেওয়া হবে না। তাদের কঠিন ভাবে দমন করা হবে।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment