সাতক্ষীরা প্রতিনিধিঃ
তালার নগরঘাটার আতিকুর একটি কুখ্যাত প্রতারকের নাম হাফেজ হলেও মুলত সুদ খাওয়া, ঘুষ নিয়ে ব্যাংক থেকে লোন করে দেওয়া, অন্যের জমি জোরপূর্বক দখল করে রাখা তার একমাত্র ব্যবসা। জানা যায়, নগরঘাটা দক্ষিণ পাড়া গ্রামের মৃত তছির উদ্দীনের ছেলে আতিকুর এমন কোনো কুকাজ নেই যার দ্বারা সম্ভব না। সম্প্রতি তার কুকাজের সীমা ছাড়িয়ে গেছে। একাধিক ব্যক্তি জানায়, নগরঘাটা দক্ষিণ পাড়া গ্রামের আলহাজ্ব বাবু কবিরাজ কয়েক বছর আগে ৩৫ হাজার টাকার পাট বিক্রি করে প্রতারক আতিকুরের কাছে। বিভিন্ন সময়ে মৃত (বর্তমানে) আলহাজ্ব বাবু কবিরাজের ২০ হাজার টাকা পরিশোধ করে। বাকী ১৫ হাজার টাকা আজ দেবো, কাল দেবো করে আর দেয়নি প্রতারক আতিকুর। এর কিছুদিন পর নগরঘাটা শাহী মসজিদের সামনে বাবু কবিরাজ দুহাত তুলে বলেছিলো, আতিকুর আমি কেয়ামতের ময়দানে তোর কাছে থেকে টাকা নেবো। সেইদিন দিলে আমি খুশি। এর কিছুদিন পর আলহাজ্ব বাবু কবিরাজ মৃত্যু বরন করেন। তখন প্রতারক আতিকুর অনুতপ্ত হয়ে বলে আমি বাকী ১৫ হাজার টাকা দিয়ে দিবো যেটা মসজিদের মুসুল্লিসহ স্থানীয় সবাই জানে।কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও প্রতারক আতিকুর উক্ত ১৫ হাজার টাকা না দেওয়ায় সম্প্রতি বিষয়টি নিয়ে এ প্রতিনিধির কাছে আক্ষেপ করেছে মৃত বাবু কবিরাজের জামাই। আরো জানা যায়, নগরঘাটা দক্ষিনপাড়া গ্রামের এক সময়ের প্রভাবশালী মোঃ মোজাহারুল হক শাহী মসজিদের সামনে ১শতক জমি রেখে দেয় তার মৃত্যুর পর যেনো মসজিদের পাশে কবরস্থ করা হয়। সেই জমি প্রতারক আতিকুর জমিটি দখল করে নেয়। জমি দখলের বিষয়ে কয়েকবার ঈদের নামাজের পর সালিশ করে জমিটি ফেরত দেওয়ার কথা বললেও মোজাহারুল এর জমিটি ফেরত দেয়নি। সম্প্রতি মোজাহারুল মৃত্যুবরন করলে তাকে আর মসজিদের পাশে কবরস্থ করার স্বপ্ন পুরন হয়নি।
পরবর্তী পর্বে যেভাবে লোন করে দিয়ে গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেয় ৮ থেকে ১০ লক্ষ টাকা। আসছে.........
0 $type={blogger}:
Post a Comment