হাসর আলী, ইসলামপুর প্রতিনিধিঃ
জামালপু'রের ইসলামপু'রে মাননীয় ধর্মপ্রতি'মন্ত্রী আল'হাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি'র রোগ'মুক্তি কামনায় দোয়া ও মাহ'ফিল অনু'ষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) যোহর নামাজ পর ইসলাম'পুর উপজেলা যুবলী'গের ত্রাণ বিষয়ক সম্পাদক ও পৌর ২নং ওয়ার্ড কাউ'ন্সিল মোহন মিয়ার আয়ো'জনে উপজেলা পুরাতন মার্কাস মসজিদ, জামিয়া হুসাই'নিয়া আশরাফুল উলূম মাদ্রাসা, ইসলামপুর শিশু সনদ (এতিম খানা) উত্তর কিসামত জাল্লা হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা সহ শহরের বিভিন্ন মসজিদে দোয়া ও মাহফি'লের আয়োজন করা হয়।
জানা যায়, ধর্মপ্রতি'মন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি গত (২০অক্টোবর) নিজ নির্বা'চনী এলা'কায় রাষ্ট্রীয় সফরে এসে হঠাৎ অসুস্থ হয়ে সফর ও ১০দিন ব্যাপী বিভিন্ন কর্মসূ'চি স্থগিত করে ঢাকায় চলে যান।
0 $type={blogger}:
Post a Comment