মাতা মরিলে বাবা তাওই,
সৎমা হইবে ঘরের মাওই,
পোলাপান হয় বনের বাউই, যেন বনের কলাপাতা।
সন্তান হারায় কৃপাসিন্ধু, আপত ক্ষণে মাথার ছাতা।
গৃহে আসিলে নববধু,
স্বামীয়ে পায় পুষ্পমধু।
সৎ অর্থ যে উত্তম, সত্য,
খাঁটি, বিদ্ধান, ধ্রুবসত্য,
এত গুনের ধারক থাকতে সৎমা কেন ভয়?
সৎ মানুষ আর সৎমা কি ভাই একই জিনিস হয়?
ভাবিয়া দেখ্, ওরে যতিন,
বিমাতা হয় মাতার সতীন।
দূর্দিনে কি মায়ের আদর তার কাছে আর রয়?
তবে বিমাতাকে সৎমা বলা কেমনে সম্ভব হয়?
মা নাই যাহার এই ভুবনে,
কদর পালাই বাঁদর বনে।
পুত্র কন্যা অচল পয়সা, কালী ঘাটের জেল ,
তবে, পিতার কাছে সৎমা যেন নবরত্ন তেল।
বিমাতা আর সৎ শাশুড়ী,
ভাঙ্গা ঘরের খারা দেওড়ী।
সৎ অর্থ যে উত্তম, সত্য,
খাঁটি, বিদ্ধান, ধ্রুবসত্য,
এত গুনের ধারক থাকতে সৎমা কেন ভয়?
সৎ মানুষ আর সৎমা কি ভাই একই জিনিস হয়?
ওরা কি আর এই জগতে মায়ের মত হয়?
তবে বিমাতাকে সৎমা বলা কেমনে সম্ভব হয়?
0 $type={blogger}:
Post a Comment