ইসলামপুর প্রতিনিধিঃ
জামালপু'রের ইসলামপুর উপজেলা'র চরপুটি'মারি ইউনিয়নের সাজেলে'রচর বাজার সংলগ্ন ব্রিজের গোড়ায় মাটির সরে যাওয়াই ডেফলা-বেনুয়ার'চর চলাচলের একমাত্র রাস্তা যানবাহন চলাচ'লের দুর্ভোগ দেখা দিয়েছে। সরেজ'মিনে গেলে দেখা যায়, বন্যার সাথে সাথে সাজেলে'রচর বাজার এলাকায় তীব্র ভাঙ্গন শুরু হয়। ইতিমধ্যে ভাঙ্গন রোধে জিও ব্যাগ ডাম্পিং এর মাধ্যমে ভা'ঙ্গন রোধ করতে ব্যবস্থা করেছেন স্থানীয় সংসদ সদস্য ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান (দুলাল) এমপি।
বন্যার পানি কমে যাও'য়ার সাথে সাথে সাজেলে'রচর বাজার ব্রিজের একপাশে মাটি ধসে যায়। যার ফলে সর্ব প্রকার যান চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। ধংসের মুখে রয়েছে কয়েক লক্ষ টাকার ব্রিজ।
স্থানীয় বাসিন্দা রফি'কুল ইসলাম বলেন, বন্যার পানি কমে যাওয়ার সাথে সাথে ব্রি'জের গোড়া থেকে মাটি সরে ভেঙ্গে গিয়েছে। বর্ত'মানে ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যোগাযোগ বিচ্ছি'ন্ন হওয়ার পথে। এতে আমরা গাড়িতে চলা'ফেরা করতে পারছি না, এ অবস্থার প্রায় ১ মাস পার হলেও এখন পর্যন্ত ঠিক করা হয়নি।
স্থানীয় ১নং ওয়ার্ডের মেম্বার আসাদু'জ্জামান (সোহাগ) বলেন, এলাকাটিতে কয়েক হাজার মানুষের বসবাস। উপজে'লার সাথে সংযোগ সড়কে যেতে এটি সহজ একটি সড়ক। বিজ্রের গোড়ায় এই সড়ক ভাঙ্গার ফলে এলাকার মানুষের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুল কলে'জের ছাত্র-ছাত্রীরা স্কুলে যাও'য়ার জন্য কোন প্রকার গাড়ি ব্যবহার করতে পারছে না।
এলাকা'বাসী জানান, এই এলাকাটি কৃষি প্রধান এলা'কা হওয়ায় এই ভাঙ্গার কারণে কৃষ'কদের উৎপাদিত পণ্যে বাজারজা'তকরণে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়াও পাশ্ববর্তী শেরপুর জেলার অনেক কৃষক পণ্য নিয়ে আসতে পারছেনা। ফলে অনেক পথ ঘুরে চলাচ'লে আমাদের বাড়তি খরচ ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে চরপুটিমারি ইউপি চেয়ার'ম্যান আলহাজ্ব শামছু'জ্জামান (সুরুজ) মাষ্টার বলেন, ব্রিজের গোড়ায় ভাঙ্গ'নের খরবটি পেয়েছি, আমি উপর মহলে কথা বলে রাস্তাটি দ্রুত সংস্কার করে জনসা'ধারণ ও যানবাহন চলাচল স্বাভা'বিক করার করার প্রয়োজ'নীয় ব্যবস্থা নিব।
0 $type={blogger}:
Post a Comment