"নাম্বার ওয়ান শাকিব খান" কলমে : মুক্তি আল মাহমুদ খান



গোপালগঞ্জের মোকছেদপুরের 

মাসুদ রানা শেখ, 

অনন্ত ভালোবাসা সিনেমা করতে' 

বংশ করলো ত্যাগ। 

ধীরে ধীরে চলচিত্রে 

সাফল্য দেখতে পান,

মাসুদ রানা শেখ হতে 

হলেন শাকিব খান।

কোটি টাকার কাবিন করে 

পেলো ১ টাকার বউ, 

নয় বছর গোপন রাখলো 

জানলো নাতো কেউ। 

হিরু দা সুপার ষ্টার, 

বসগিরি  সুলতান, 



আরো আছে মাই নেম ইজ

শাকিব খান।

তারপর সুটিং চলে 

বাংলা সিনেমা বীর,

অপুর মতো বুবলীর বুকে 

মারলো প্রেমের তীর।

বিয়ে করা ফরজ কাজ

করতে নাই মানা,

দুই বউয়ের দুই গোপন পোলা 

সবার হইলো জানা। 

গলুই সুটিং এ পুজাচেরির 

প্রেমের গুঞ্জন উঠে,

তবে কি কিং খানের 

তিন নাম্বার বউ যাবে জুঁটে।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment