রূপ'গঞ্জে স্বেচ্ছা'সেবক'লীগের সম্মেলন অনু'ষ্ঠিত

 


শ্রী দিপু চন্দ্র গোপ, রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগ'ঞ্জের রূপ'গঞ্জ উপজেলা'র রূপগঞ্জ ইউ'নিয়ন স্বেচ্ছা'সেবকলীগের সদস্য সংগ্রহ ও কর্মী সম্মেলন অনু'ষ্ঠিত হয়েছে। রোব'বার (২৫ সেপ্টেম্বর) বিকে'লে রূপগঞ্জ ইউনি'য়নের ইছা'পুড়া এলাকার ইউসুফ'গঞ্জ স্কুল অ্যান্ড ক'লেজ মাঠে এ কর্মী সম্মে'লন অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক'লীগের আয়ো'জনে সভায় সভা'পতিত্ব করেন, রূপ'গঞ্জ ইউনিয়ন স্বেচ্ছা'সেবক লীগের সভাপ'তি শাহ মোহাম্ম'দ জিলা'নী ভান্ডা'রী। এতে প্রধান অ'তিথি ছিলেন, স্বেচ্ছা'সেবকলীগের কেন্দ্রীয় কমি'টির সহ-সভাপতি আল'হাজ্ব আব্দুল আলীম।

অন্যান্য'দের মধ্যে উপস্থিত ছিলেন, রূপ'গঞ্জ ইউনিয়ন পরিষ'দের চেয়ার'ম্যান আলহাজ্ব সালা'উদ্দিন ভুইয়া, স্বেচ্ছা'সেবকলীগের জাতীয় পরিষ'দের সদস্য সুমন দেওয়ান, ফা'তেমা ইসলাম রাহা কা'জী, ঢাকা মহানগড় স্বেচ্ছা'সেবকলীগের যুগ্ন সাধারন সম্পা'দক আম'জাত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক'লীগের সভাপতি প্রা'র্থী ইমন হাসান খোকন, রূপ'গঞ্জ ইউনিয়ন স্বেচ্ছা'সেবকলীগ সভাপতি প্রার্থী রা'সেল আহমেদ সহ আ'রো অনেকে।

সভায় ইউনিয়'নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছি'ল নিয়ে নেতা'কর্মীরা এসে কর্মী সমা'বেশে যোগদান করেন। রূপ'গঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক'লীগ সভাপতি প্রার্থী রাসেল আহ'মেদ এর শোডাউন'টি ছিলো চো'খে পড়া'র মতো।
Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment