মেলা'ন্দহ উপ'জেলা যুবলী'গের উদ্যোগে প্রধান'মন্ত্রীর জন্ম'দিন পালন



মেলান্দহ প্রতিনিধিঃ 


জামালপুরে'র মেলা'ন্দহে মাদার অব হিউমি'নিটি, গণতন্ত্রের মানসকন্যা প্রধান'মন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে উপ'জেলা যুবলী'গের আয়ো'জনে  দোয়া, আলোচনা সভা ও আশ্রয়ন প্রক'ল্পের বাসিন্দা'দের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে ।

২৮ সেপ্টেম্বর (বুধবার)  প্রধান'মন্ত্রীর জন্মদিন উপ'লক্ষে উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরে  টুপ'কার আশ্রয়ন প্রকল্প সংলগ্ন মাঠে দোয়া ও আলো'চনা সভা ও খাদ্য বিতরণ করা হয়।

মেলান্দহ উপ'জেলা যুবলী'গের সভাপতি ইব্রাহীম খলিলু'ল্লাহ সভাপ'তিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপ'জেলা পরিষদ চেয়ার'ম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরু'জ্জামান। 

বিশেষ অতি'থি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ পৌর আওয়ামী'লীগের সভাপতি আসাদুল্লাহ  ফারাজী, মেলান্দহ উপজেলা আওয়ামী'লীগের সাংস্কৃতিক বিষয় সম্পাদক রেজাউল করিম লেবু, ১১ নং শ্যামপুর ইউনি'য়নের চেয়ারম্যান মোঃ সায়েদু'জ্জামান, ১১ নং শ্যামপুর ইউনিয়ন আওয়ামী'লীগের সভাপতি খলিলুর রহমান খলিল, সাধারণ সম্পাদক  মোঃ সাইফুল ইসলাম, মেলান্দহ উপজেলা জাতীয় শ্রমীকলীগের সভাপতি সেলিম রেজা, টুপকা'রচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা আখতার ঝর্ণাসহ বিভিন্ন ইউনিয়ন যুবলী'গের নেতৃবৃন্দ। দোয়া, আলোচনা সভা ও খাদ্য বিতরণ অনুষ্ঠা'নে সঞ্চাল'নায় ছিলেন উপজেলা যুবলী'গের সাধারণ সম্পা'দক শাহীন বাঘা।


সাজ্জাদ হোসেন শাহিন 

মেলান্দহ, জামালপুর।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment