রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জে'র রূপ'গঞ্জে জমি সংক্রান্ত বিরোধ'কে কেন্দ্র করে প্রতিপক্ষে'র লোকজন এক ব্যবসায়ীর বাড়ি'ঘরে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটি'য়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলার হারিন্দা এলা'কায় ঘটে এ ঘটনা।
ব্যব'সায়ী মজিবুর রহমান জানান, হারিন্দা এলাকার জসিম উদ্দিনদের সাথে তাদের বাড়ির পাশের একটি জমি নিয়ে দীর্ঘ'দিন ধরে বিরোধ চলে আস'ছিলো। প্রতিপক্ষে'র লোকজন ওই জমিসহ বাড়িঘর দখলে নিতে গেলে তারা বাধা দেন।
এক পর্যায়ে প্রতিপক্ষ জসিম উদ্দিনসহ মহসিন, রমজান, শাহিন, দোহাই, আকাশ, দুলাল, ইছামোল্লা, অপুসহ ৫/৬জন মিলে দেশীয় অস্ত্রে'শস্ত্রে সজ্জিত হয়ে মজিবুর রহমান'দের উপর হামলা চালায়। হামলায় মজিবুর রহমানসহ বোন সুমা আক্তার, সেফালি আক্তার, মা জাহানারা বেগমসহ ৫ জনকে পিটিয়ে আহ'ত করে। শুধু তাই নয়, বসতঘরে ঢুকে ব্যাপক ভাংচুর করে নগদ টাকাসহ স্বর্ণালংকা'র লুট করে। এছাড়া এ ঘটনায় কোন প্রকার বাড়াবাড়ি বা মাম'লা মোক'দ্দমা করলে দেখে নেওয়ার হুমকি দেয়। হুমকির পর থেকেই মজিবর রহমানসহ পরিবা'রের সদস্যরা চরম নিরাপত্তাহীন'তায় ভুগছেন বলে জানান তিনি।
তবে, প্রতিপ'ক্ষের লোকজ'নের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এফ.এম সায়েদ বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
0 $type={blogger}:
Post a Comment