ইসলামপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানের জনসচেতনতামূলক সভা



ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ 

জামালপুরের ইসলামপুরে মা ইলিশ রক্ষা অভিযান ২০২২ উপলক্ষে এক জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে গুঠাইল বাজার কাচারী মাঠ প্রাঙ্গণে সকাল ১১ টায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। 


ইসলামপুর মৎস্য কর্মকর্তা মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে উক্ত জনসচেতনামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা এস. এম খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল খালেক আখন্দ, ১নং কুলকান্দি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, ৪নং সাপধরি ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল, ৫নং নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রুমান হাসান, ৫নং নোয়ারপাড়া ইউপি সদস্য মোঃ হাসিব প্রমুখ। 



আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর ২০২২ পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম। একটি প্রজননক্ষম ইলিশ মৌসুমে ১৮  থেকে ২০ লক্ষ ডিম দিয়ে থাকে। এ সময়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারকরণ ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ন নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। 


এ বিষয়ে জেলেদের জনসচেতনতা করা হয়। ইসলামপুর উপজেলার ৫টি ইউনিয়নের জেলেদের মা ইলিশ সংরক্ষণ অভিযানের সচেতনতামূলক বিষয়ে অবহিত করা হয়। ইউনিয়নগুলো হল কুলকান্দি, বেলগাছা, নোয়ারপাড়া, সাপধরী এবং চিনাডুলী। 

অভিযান পরিচালনার সময়ে লিপ তালিকাভুক্ত প্রত্যেক জেলেদের ২০ কেজি করে চাল ও ছাগল প্রদান করার আশ্বাস প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment