মেলান্দহ প্রতিনিধিঃ
জামালপুরে'র মেলান্দ'হে পূজা উদ'যাপন পরিষ'দের মত'বিনিময় সভা অনু'ষ্ঠিত হয়েছে।
মঙ্গল'বার (২৭ সেপ্টে'ম্বর) বেলা ১২ টায় শান্তি'পূর্ণ ভাবে শারদীয় দুর্গা'পূজা উদ'যাপনের লক্ষে পূজা মন্ডপ কমি'টির প্রতি'নিধিদের সাথে মেলা'ন্দহ থানা হলরুমে এ মতবি'নিময় সভা আয়োজন করে মেলা'ন্দহ থানা । মেলান্দহ থানা'র ভার'প্রাপ্ত কর্ম'কর্তা দেলোয়ার হোসেনে'র সভাপতি'ত্বে প্রধান অতিথি হিসে'বে বক্তব্য রাখেন সহ'কারী পুলিশ সুপার সজল কুমার সর'কার। বিশেষ অ'তিথি হিসেবে বক্তব্য রাখেন মেলা'ন্দহ পূজা উদ'যাপন পরিষদের সভাপ'তি শ্রী ধ্রুব জ্যো'তি ঘোষ (মুকুল বাবু), উপ'জেলা পূজা উদ'যাপন পরিষদের সাধা'রণ সম্পাদ'ক সুবোধ চন্দ্র অদি'কারী সহ বিভিন্ন পূজা মন্ড'পের প্রতিনিধিবৃন্দ। মতবি'নিময় সভায় সার্বিক আইন'শৃংখলা পরিস্থতি নিয়ে দিক নির্দেশনা'মূলক আলো'চনা করা হয়। মত'বিনিময় সভায় সঞ্চালনা'য় ছিলেন উপ-পরিদর্শক সুমন সর'কার।
0 $type={blogger}:
Post a Comment