সরিষা'বাড়ী উপ'জেলা আ'লীগের সম্মে'লন অনু'ষ্ঠিত; সভা'পতি বাদশাহ, সম্পা'দক হারুন



মোঃ সুমন মিয়াঃ


জামালপুরে'র সরিষা'বাড়ী উপ'জেলা আওয়ামী'লীগের সম্মেল'নের মধ্য দিয়ে সভা'পতি ছানোয়ার হোসেন বাদ'শাহ ও সাধারণ সম্পা'দক অধ্যক্ষ হারুন অর রশিদ'কে ঘোষনা করা হয়েছে। সরিষা'বাড়ী অনার্স কলে'জ মাঠে ২৫ সেপ্টেম্বর শনি'বার বিকেল ৫ টায় জা'তীয় সংগী'তের পাশা'পাশি জাতীয় ও দলীয় পতাকা উত্তোল'নের মাধ্যমে শুরু হয় সম্মে'লন। সরিষা'বাড়ী উপ'জেলা আওয়ামী'লীগের সভা'পতি ছানোয়ার হোসেন বাদশাহ সভা'পতিত্বে ১ম অধি'বেশন জামালপুর জেলা আওয়ামী'লীগের সভা'পতি বাকী বিল্লাহ উদ্বো'ধন ঘোষনা করেন। 

উপ'জেলা আওয়ামী'লীগের সাধা'রণ সম্পাদক অধ্য'ক্ষ হারুন অর রশিদ এর সঞ্চা'লনায় প্রধান অতিথি হিসেবে বাংলা'দেশ আওয়ামী'লীগের সাংগঠনিক সম্পা'দক মির্জা আজম এমপি, বিশেষ অ'তিথি হিসেবে সংস্কৃ'তি বিষয়ক সম্পা'দক বাবু অসিম কু'মার উকিল, জামা'লপুর জেলা আওয়ামী'লীগের সভাপ'তি বাকী বিল্লাহ, সাধারণ সম্পা'দক ফারুক আহমেদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জামালপুর জেলা আওয়ামী'লীগের সহ-সভাপতি দি'দার পাশা, সহ সভাপতি (সরিষা'বাড়ী উপজেলা আওয়ামী'লীগের দায়িত্ব'প্রাপ্ত) আশরাফ হোসেন তরফ'দার, মুক্তি'যুদ্ধ বিষয়ক সম্পা'দক গিয়াস উদ্দিন পাঠান, মহি'লা বিষয়ক সম্পা'দক সাবিনা ইয়াস'মিন, সদস্য সিআ'ইপি রেজাউল করিম রেজ'নু,সদস্য বাবু বিজন কু'মার চন্দ্র, সদস্য শাহ'রিয়ার কবীর উজ্জ্বল, জা'মালপুর পৌর আওয়ামী'লীগের সাধারণ সম্পাদক ও মেয়র ছানো'য়ার হোসেন সানু, তেজ'গাঁও থানা আওয়ামী'লীগের সভাপতি অধ্য'ক্ষ আব্দুর রশিদ, জেলা যুবলী'গের সভাপতি এর'শাদ হোসা'ইন সোহেল, জেলা ছাত্র'লীগের সভাপতি খাবি'রুল ইসলাম বাবু, সাধা'রণ সম্পাদক রাফি'উল ইসলাম রাব্বি, সরিষাবা'ড়ী উপজেলা আওয়ামী'লীগের সাবেক সহ-সভাপতি মাহবু'বুর রহমান হেলাল, সাবেক সাংগঠ'নিক সম্পা'দক আনিছুর রহমান এলিন, উপ'জেলা যুবলী'গের সভাপতি কেএম আশরা'ফুল ইসলাম, পৌর আওয়ামী'লীগের সভাপতি মিজা'নুর রহমান মিজান, সাধারণ সম্পা'দক মিজানুর রহ'মান মিজুসহ জেলা-উপজেলা আওয়ামী'লীগ ও অঙ্গ সহযোগী সংগঠ'নের নেতা-কর্মীরা সহ প্রতিটি ইউনিয়'নের নির্বা'চিত চেয়ার'ম্যানগণ উপ'স্থিত ছিলেন।

দ্বিতীয় অধিবে'শনে জেলা আওয়ামী'লীগের সভাপতি বাকী বিল্লা'হর সভা'পতিত্ব করেন। ত্রি-বার্ষিকী সম্মে'লনের দ্বিতীয় অধিবে'শনে উপজেলা আওয়ামী'লীগের বর্তমান সভা'পতি আলহাজ্ব ছানো'য়ার হোসেন বাদশা, পৌর মেয়র মনির উ'দ্দিন মনির, উপজেলা পরিষ'দের ভাইস চেয়ারম্যা'ন আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদ'ক পদে উপজেলা আওয়ামী'লীগের বর্তমান সাধারন সম্পা'দক অধ্যক্ষ হারুন-অর রশীদ, ভিপি খোরশেদ আলম ও মঞ্জু'রুল ইসলাম বিদ্যুৎ প্রতি'দ্বন্দিতা করবেন। পরে স'ন্ধ্যায় জামালপুর জেলা আওয়ামী'লীগের সভাপতি বাকী বিল্লাহ ৩ বছরের জন্য সরিষা'বাড়ী উপজেলা আওয়ামী'লীগের কমিটির সভাপতি ছানো'য়ার হোসেন বাদশাহ ও সাধারণ সম্পাদ'ক হারুন অর রশিদকে ঘোষ'না করেন।
Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment