সাজ্জাদ হোসেন শাহিন, মেলান্দহ প্রতিনিধিঃ
জামালপুরে'র মেলা'ন্দহে তথ্য অধিদ'প্তরের সহ'কারি তথ্য কর্ম'কর্তা মো. মোশা'রফ হোসেন (৪৫) ও তার স্ত্রী ফার'জানা আক্তার সুই'টি (৩৫)-কে কুপি'য়ে জখ'ম করেছে স্থানী'য় এক যু'বক। ২৩ সেপ্টেম্বর শুক্র'বার রাত ৮টার দিকে উপজে'লায় তার নিজ বা'ড়ী মাহমুদ'পুর ইউনিয়'নের আগ'পয়লা ঠেংগে'পাড়া গ্রামে এ ঘট'না ঘটে। এ ঘট'নায় গুরু'তর জখম হয়ে বর্ত'মানে মোশা'রফ হোসেন ও তার স্ত্রী ফার'জানা আক্তার সুইটি জামাল'পুর ২৫০ শয্যা বি'শিষ্ট জেনা'রেল হাসপা'তালে চিকিৎসা'ধীন রয়ে'ছেন।
মোশা'রফ হোসেন জা'নান, কিছু'দিন পূর্বে তার পরি'বার অসু'স্থ মাকে দে'খার জন্য ঢাকা'র বাসা থেকে গ্রা'মের বাড়ীতে আসেন। শুক্র'বার দুপু'রে আন্ত:নগর তিস্তা এক্স'প্রেসে ঢাকা থেকে তি'নিও গ্রামের বাড়ী'তে আসেন। রাত ৮টার দিকে পূর্ব শত্রু'তার জেরে অত'র্কিত ভাবে একই এলাকার জহু'রুল মোল্লার ছে'লে নাজ'মুল মোল্লা (২২) মোশার'ফ হোসেনে'র স্ত্রী ফার'জানা আক্তা'রের উপর দা দিয়ে কুপি'য়ে জখ'ম করে। পরে ফার'জানা আক্তা'রের আত্ম'চিৎকারে পাশের ক'ক্ষে থাকা মোশা'রফ হোসেন উদ্ধা'র করতে আস'লে মোশারফ হোসেন'কেও কাম'ড়ে জখম করে। ডাক চিৎকা'রে স্থানী'য়রা তাদের দুজন'কে উ'দ্ধার করে মেলা'ন্দহ উপজেলা স্বাস্থ্য কম'প্লেক্সে ভর্তি করলে অ'বস্থা আশংকা'জনক হওয়ায় কর্তব্য'রত চি'কিৎসক উন্নত চিকিৎসা'র জন্য জামাল'পুর জেনা'রেল হাসপা'তালে স্থানা'ন্তর করেন।
হাসপা'তলের কর্তব্য'রত চি'কিৎসক জানি'য়েছেন, ফার'জানা আক্তার সুই'টির অবস্থা অ'নেক গুরু'তর। তার মাথার মধ্য'ভাগ ও পিছনে দায়ে'র কো'পের ফলে জখম হয়েছে। মা'থায় ও পিঠে বেশ কয়ে'কটি সে'লাই দেওয়া হয়েছে।
ঘটনা'র পর থেকে নাজ'মুল ও তার পরিবা'রের লোক'জন পলা'তক র'য়েছে।
তিনি আরও জা'নান, আসা'মী নাজ'মুল জখম ক'রার প'রে তার পরি'বারের লোক'জন ছলি'মুদ্দিন মোল্লা (৬০), লাঞ্জু মিয়া (৩৫), জহু'রুল ইসলাম (৫৫), সোহাগ (২২) সহ আরও বেশ কয়েক'জন দেশীয় অস্ত্র'সহ লাঠি'সোঠা নিয়ে তার বাড়ী'তে হামলা চালা'লে স্থানীয়'দের বাধা'র মুখে ফি'রে যায়।
মেলান্দ'হ থানা'র ভার'প্রাপ্ত কর্ম'কর্তা মো. দেলো'য়ার হোসেন বলেন, এ ঘট'নায় মাম'লা দায়ের প্রস্ত'তি চল'ছে।
0 $type={blogger}:
Post a Comment