চল'তি ব'ছর রেমি'টেন্স ৩০ বিলি'য়ন ডলা'রে পৌছা'বে- জামালপু'রে প্রবা'সী কল্যা'ণ ও বৈদে'শিক কর্ম'সংস্থান ম'ন্ত্রী



সাজ্জাদ হোসেন শাহিন, মেলান্দহ প্রতিনিধিঃ 


প্রবা'সী কল্যাণ ও বৈদে'শিক কর্ম'সংস্থান মন্ত্রী ইম'রান আহমদ এমপি বলে'ছেন, বিদেশ থেকে জু'লাই মাসে দুই বিলিয়ন, আগ'স্টে দুই বিলি'য়ন, সেপ্টেম্ব'রের ১৫ দিনে এক বিলি'য়ন ডলার রেমি'টেন্স এসেছে। রেমি'টেন্সের প্রবা'হের কা'রণে বাংলা'দেশ ব্যাংকে'র রি'জার্ভ কমে'নি। আম'দানি বে"ড়ে গেলে রিজা'র্ভ কমে যায়, আ'বার আম'দানি কমে গেলে রিজা'র্ভ বেড়ে যায়। এটা সাম'য়িক, রি'জার্ভ কেন কম'ছে আর কেন বাড়'ছে এটা নি'য়ে চিন্তা করা'র কিছু নেই। আশা ক'রি এ বছর রেমি'টেন্স ৩০ বিলি'য়ন ডলা'রে পৌছা'বে। বৃহস্পতি'বার দুপু'রে জামালপুরে'র মেলা'ন্দহ উপ'জেলায় কারি'গরি প্রশি'ক্ষণ কে'ন্দ্রের উদ্বোধ'নী অনু'ষ্ঠানে সাংবাদিক'দের প্রশ্নে'র জবা'বে এসব কথা ব'লেন মন্ত্রী।

তিনি আ'রও বলে'ন, দক্ষ হয়ে বিদে'শে গে'লে রেমি'টেন্স আরও বা'ড়বে। অদক্ষ শ্রমিকে'র চেয়ে দ'ক্ষ শ্রমি'ক বেশী আ'য় করে।

মেলা'ন্দহ উপ'জেলা নি'র্বাহী কর্ম'কর্তা মো. সে'লিম মিঞা'র সভাপতি'ত্বে প্রধান অতিথি'র বক্ত'ব্য রা'খেন- প্রবা'সী কল্যাণ ও বৈদে'শিক কর্ম'সংস্থান মন্ত্রণাল'য়ের মান'নীয় মন্ত্রী মো. ইমরান আহমদ এম.পি.। বিশেষ অতি'থির বক্তব্য রাখেন- বাংলা'দেশ আওয়ামী'লীগের সাংগঠ'নিক সম্পা'দক ও বস্ত্র ও পাট মন্ত্রণা'লয় সম্পর্কিত সংসদী'য় স্থায়ী কমি'টির সভা'পতি মির্জা আ'জম এম.পি.।

বক্ত'ব্য রাখেন, প্রবা'সী কল্যা'ণ ও বৈদে'শিক কর্ম'সংস্থান মন্ত্রণাল'য়ের স'চিব ড. আহ'মেদ মুনি'রুছ সালে'হীন, জনশ'ক্তি কর্ম'সংস্থান ও প্রশি'ক্ষন ব্যুরো এর মহা'পরিচালক শহিদুল আ'লম এনডিসি, প্রকল্প পরি'চালক মো সাইফু'ল হক চৌধুরী, জেলা প্রশা'সক শ্রাবস্তী রায়, অতি'রিক্ত পুলিশ সুপার (অপরাধ) জা'কির হোসেন। 

উপ'জেলা যুবলী'গের সভাপ'তি ইব্রাহী'ম খলি'লুল্লাহ্ এর সঞ্চাল'নায় আরও বক্ত'ব্য রাখেন- জেলা পরি'ষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পা'দক ফারুক আহমেদ চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌ'শলী মো. কামরু'জ্জামান, উপজেলা আওয়ামী'লীগের সভাপতি মোহা'ম্মদ আলী জি'ন্নাহ ও সম্পাদক মো. জিন্নাহ প্রমুখ।

উল্লেখ্য, ২২ কো'টি ৮ লাখ ৮৬ হাজা'র টাকা ব্য'য়ে নি'র্মিত মেলা'ন্দহ কারি'গরি প্রশি'ক্ষণ কেন্দ্র'টির নির্মান কাজ শেষ হলেও উদ্বোধনে'র অপেক্ষা'য় ছিল প্রশিক্ষ'ন কেন্দ্র'টি। এই প্রশি'ক্ষণ কেন্দ্র থে'কে কম্পিউ'টার, অটো'মোবাইল, গার্মে'ন্টস, ইলেক'ট্রিক ও ওয়েল্ডিং এন্ড ফেব্রি'কেশন ট্রেডে প্রতি বছর মোট ১ হাজার ২ জনকে প্রশি'ক্ষণ দিয়ে দ'ক্ষ করে গড়ে তো'লা হবে।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment